পিআরডিপি-৩
অংশীদারিত্বমুলক পল্লী উন্নয়ন প্রকল্প- ৩ (পিআরডিপি-৩)
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত লিংক মডেল ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩)’ এর কার্যক্রম জুন/২০১৬ হতে শুরু হয়েছে,যার মেয়াদ জুন/২০২০সাল পর্যন্ত।
অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২ (পিআরডিপি-২) এর আওতায় ২০১১ সাল হতে রমজাননগর ইউনিয়ন এবং জুন/১২সাল হতে কৈখালী ইউনিয়নে কার্যক্রম শুরু হয়ে জুন/২০১৫ সালে সমাপ্তি হয়। সম্প্রসারণের অংশ হিসাবে পিআরডিপি-৩ আওতায় বর্তমানে শ্যামনগর উপজেলার রমজাননগর, কৈখালী ও শ্যামনগর ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য
গ্রামীণ জনগণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সকল উন্নয়ন কর্মকান্ড ও সেবাসমূহ প্রাপ্তিতে নিশ্চয়তা বিধানের লক্ষ্যে লিংক মডেলের মাধ্যমে স্থানীয় সকল সুবিধাভোগীদের (গ্রামবাসী, ইউ,পি, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ) মধ্যে উলম্ব ও সমাস্তরাল সংযোগ স্থাপন পূর্বক লিংক মডেলকে টেকসই পল্লী উন্নয়নের মডেল হিসাবে দাড় করিয়ে সমন্বিত পল্লী উন্নয়ন প্রচেষ্টাকে অব্যাহত রাখা;
লিংক মডেলের মাধ্যমে চাহিদা মাফিক সেবা সাধারণ জনগণের নিকট পৌঁছানো নিশ্চিত করা এবং Bottom Up Planning
ও অংশীদারিত্বের ভিত্তিতে গ্রামীন জীবনমান উন্নয়নে ক্ষুদ ক্ষুদ্র্র অবকাঠামো মেরামত/নির্মাণ করা;
চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগণের কর্মসংস্থান ও সচেতনতা বৃদ্ধি করা।