শ্যামনগর ইউসিসিএ

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)

 

ষাটের দশকে বিশ্বনন্দিত কুমিল্লা মডেল এর দ্বিস্তর সমবায় ব্যবস্থার প্রচলন ও কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭২ সালে তৎকালিন সমান্বিত পল্লী উন্নয়ন কর্মসূচী (আইআরডিপি) অগ্রযাত্রা শুরু হয়েছিল। আইআরডিপি দ্বি-স্তর সমবায়ের মাধ্যমে গৃহীত উন্নয়ন কর্মসূচী গুলো গ্রাম পর্যায়ে নিয়ে যেত। অর্থাৎ দ্বি-স্তর সমবায় ব্যবস্থা হচ্ছে গ্রামভিত্তিক সমবায়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কৌশল  গ্রামের অভীষ্ট জনগোষ্ঠী নিজেদের অংশগ্রহনের মাধ্যমে প্রকল্প নিজেদের উন্নয়নে বাস্তবায়ন করে থাকে। আইআরডিপি অর্থাৎ বর্তমান বিআরডিবির  দ্বি-স্তর সমবায় ব্যবস্থা হচ্ছে- 

 

১ম স্তর-  গ্রামভিত্তিক সমবায় সমিতি গঠন;

২য় স্তর- গ্রাম পর্যায়ে গঠিত সমবায় সমিতিগুলো নিয়ে উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠন অর্থাৎ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি(ইউসিসিএ) গঠন।

 

দ্বি-স্তর সমবায় কাঠামোর মূল বৈশিষ্ট্য:

 

১। তদারকি ঋণ ব্যবস্থা

২। প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রম

৩। পুঁজি গঠন

৪। সমবায় বাজারজাতকরণ কার্যক্রম

 

শ্যামনগর ইউসিসিএলি:

 

বাংলাদেশের সকল উপজেলায় দ্বি-স্তর সমবায় ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসাবে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (তৎকালীন আইআরডিপি) আওতায় শ্যামনগর উপজেলার সাধারণ কৃষকদের আর্থ- সামাজিক উন্নয়ন ও চড়া সুদের মহাজনদের হাত থেকে রক্ষার জন্য গ্রামগঞ্জে গঠিত প্রাথমিক সমিতির সমন্বয়ে ১৯৭৯ সালে শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। বিআরডিবির আওতাভূক্ত ইউসিসিএর মধ্যে শ্যামনগর ইউসিসিএলি: অন্যতম একটি বৃহৎ ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার হিসাবে ১৯৮৮ সালে দেশের শ্রেষ্ঠ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি হিসাবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক ও ৫০০০/- টাকার প্রাইজবন্ড, ১৯৯৫ সালে অত্র প্রতিষ্ঠনের অঙ্গ সংগঠন ধাপুয়ারচক কৃষক সমবায় সমিতির ম্যানেজার জনাব মোঃ আব্দুস সোবহান দেশের সেরা সমবায়ী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক এবং রমজাননগর কৃষক সমবায় সমিতি ১৯৯৭ সালে জাতীয় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে স্বর্ণপদক পুরষ্কার লাভ করেছে।

 

 

সভাপতি

মো: অাব্দুল্লাহ অাল ফারুক
সভাপতি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ
শ্যামনগর, সাতক্ষীরা।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার

এস.এম.এ সোহেল
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার
শ্যামনগর, সাতক্ষীরা।

নোটিশ বোর্ড

মুখচ্ছবিতে আমরা