সদাবিক
সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী (সদাবিক)
দারিদ্র বিমোচন সরকারের অবিরাম উদ্যোগ ও প্রচেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরিচালিত ‘সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী (সদাবিক)’ বিগত জুলাই/২০০৩ তারিখ থেকে কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কর্মসূচি শ্যামনগর উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:
পল্লী এলাকার বিত্তহীন জনগোষ্ঠিকে (পুরুষ ও মহিলা) অনানুষ্ঠানিক দলভূক্ত করে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ ও নিজস্ব সঞ্চয় জমার মাধ্যমে সহায়ক পুঁজি গঠন,
উৎপাদনমুখী কর্মকান্ড বাস্তবায়নের জন্য দল গঠনের মাধ্যমে প্রয়োজনীয় ঋণ প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখা;
মহিলাদের সচেতনতা ও ক্ষমতায়নের সুযোগসৃষ্টি ও আয়বৃদ্ধি করা।